ফ্যাসিবাদ ইস্যুতে সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মো. শাহজাহান

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২১:৩৮
ছবি: বাসস

নোয়াখালী, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, বিএনপির সঙ্গে অনেক রাজনৈতিক দলের দূরত্ব থাকলেও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারো দূরত্ব নাই।

আজ বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান  একথা বলেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের মানুষের কাছে সম্মানিত ব্যক্তি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও মনে করেন বাংলার মানুষের যদি কোন অভিভাবক থাকেন, তিনি হলেন বেগম খালেদা জিয়া।

সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযুক্ত করেছেন উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সততার সঙ্গে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানবসেবার  মাধ্যমে সকলকে সাধারণ জীবনযাপন করতে হবে। তাহলে আল্লাহ সম্মান দেবে।

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একজন বলেছিলেন, আমরা পালাবো না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ তৈরি করার, দূরত্ব তৈরি করার ষড়যন্ত্র চলছে। আমি আজকের এই বক্তব্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার, তাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।

পতিত আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ভোট হবে নিজস্ব প্ল্যাটফর্মে, নিজস্ব দলীয় ব্যানারে। কারো মার্কা হবে ধানের শীষ, কারো মার্কা হবে দাঁড়ি পাল্লা, আবার কারো অন্য মার্কা। কিন্তু এক বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই এ দেশে আর ফ্যাসিবাদী দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সালাহউদ্দিন কামরান, আবু নাসের, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষকদল সভাপতি ভিপি পলাশ, জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহনাজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও ছাত্রদলের সাবেক জেলা সভাপতি আজগর উদ্দিন দুখু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
বরিশাল বিভাগে ২১ আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস
১০