আগামী নির্বাচন সহজ হবে না, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২০:১৭
সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বাসস

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। 

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না; বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হতে পারে। তবে বিএনপির সব সদস্য যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ইনশাআল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে।’

আজ সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। দীর্ঘ দেড় দশক পর এ সম্মেলন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শহরের বিভিন্ন সড়ক, মোড়, এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে সাজানো হয় সম্মেলনস্থল ও আশপাশের এলাকা।

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর আমি নেতাকর্মীদের সতর্ক করেছিলাম- প্রতিপক্ষ সরলেও নির্বাচন সহজ হবে না। কারণ অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে। আজকে কি আপনারা আমার কথার অর্থ বুঝতে পারছেন?’

তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা সফল হবো, যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য ঐক্যবদ্ধ থাকে। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজ করা যাবে না। আশপাশে অনেকেই ব্যক্তিস্বার্থে কাছে আসবে, পরে দলের দুঃসময়ে চলে যাবে। এই ঘুঘুদের থেকে সাবধান থাকতে হবে।’

সংস্কারের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আজকে যারা সংস্কারের কথা বলছে, তাদের মনে করিয়ে দিতে চাই- শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। বিএনপির ৩১ দফায় রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সরকারের ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গেও এই ৩১ দফার অধিকাংশ বিষয় মিলে যায়, কেবল ২ থেকে ১টি বিষয়ে সামান্য পার্থক্য থাকতে পারে।’

বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানি কীভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হয়, কীভাবে লক্ষ-কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। দেশের ২০ কোটি মানুষ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কাউকে ছোট করতে চাই না, কাউকে হেয়ও করতে চাই না। শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখাই আমাদের দায়িত্ব।’

বিএনপি আশা করছে, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।

এর আগে দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দ্বিবার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাউল করিম বাদশাসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

জেলার ১১টি উপজেলা কমিটি ও তিনটি পৌর কমিটির ১ হাজার ৪১৪জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। শীর্ষ তিনটি পদে মোট ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সন্ধ্যা ৭টায় এ সংবাদ লেখার সময় পর্যন্ত ভোটগ্রহণ চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে
না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সুযোগ বাতিলসহ আরপিও সংশোধনী চূড়ান্ত
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
১০