জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২০:৫৩
রকত উল্লাহ বুলু। ফাইল ছবি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠী বা সংগঠনের কৃতিত্ব নয়। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলিত প্রচেষ্টায় এই আন্দোলন সফল হয়েছে।

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ) আয়োজিত ‘জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে মফস্বল সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।

সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

বুলু বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিলেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের অংশগ্রহণ আন্দোলনকে বেগবান করে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। 

মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন বুলু। তিনি  বলেন, ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধ, ১৯৯০ সালের এরশাদ বিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান সবই হয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে।

সভায় ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, দীর্ঘ আন্দোলনে ৬৬ জন সাংবাদিক প্রাণ দিয়েছেন, শুধু জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানেই নিহত হয়েছেন ৬ জন। সাংবাদিকরা ঘুষ, দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে লেখার কারণে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, লায়ন আল আমিন, নূর হোসেন জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন খোকন, শফিকুল ইসলাম, এইচ এম আল আমিন, এফ এম রাসেল পাটোয়ারী, সানজিদা আক্তার শবনম, বাদল চৌধুরী, ফয়েজ উল্লাহ ভূঁইয়া মানিক ও কাজী ফখরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে
না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সুযোগ বাতিলসহ আরপিও সংশোধনী চূড়ান্ত
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
১০