ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠী বা সংগঠনের কৃতিত্ব নয়। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলিত প্রচেষ্টায় এই আন্দোলন সফল হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ) আয়োজিত ‘জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে মফস্বল সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
বুলু বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিলেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের অংশগ্রহণ আন্দোলনকে বেগবান করে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।
মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন বুলু। তিনি বলেন, ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধ, ১৯৯০ সালের এরশাদ বিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান সবই হয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে।
সভায় ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, দীর্ঘ আন্দোলনে ৬৬ জন সাংবাদিক প্রাণ দিয়েছেন, শুধু জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানেই নিহত হয়েছেন ৬ জন। সাংবাদিকরা ঘুষ, দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে লেখার কারণে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, লায়ন আল আমিন, নূর হোসেন জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন খোকন, শফিকুল ইসলাম, এইচ এম আল আমিন, এফ এম রাসেল পাটোয়ারী, সানজিদা আক্তার শবনম, বাদল চৌধুরী, ফয়েজ উল্লাহ ভূঁইয়া মানিক ও কাজী ফখরুল ইসলাম।