অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিনটি এলাকায় অভিযানে ২৩৭০ সংযোগ বিচ্ছিন্ন

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০০:৩৭ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ০০:৪৫

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি তিনটি ভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও, ঢাকার করাইল বস্তি এবং গাজীপুরের কাশিমপুর থেকে ২৩৭০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মিরেরটেক, হাতুরাপাড়া এবং নয়াপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৯০০টি আবাসিক বার্নার এবং একটি চুনা ভাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট এবং ১ ইঞ্চি ব্যাসের ৪০ ফুট এমএস পাইপসহ অন্যান্য প্লাস্টিক পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।

একই সময়ে ঢাকার করাইল বস্তি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মোট ১০৫০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে প্রতিদিন প্রায় ২২০৫০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে। এখানে প্রায় ৫৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সুরাবাড়ি ও দেওয়ান মার্কেট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ১৬০টি বাড়ির ৪২০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় বিভিন্ন আকারের প্রায় ৬১০ ফুট পাইপ অপসারণ করা হয় এবং অবৈধ গ্যাস সরবরাহের ৭টি উৎসমুখ স্থায়ীভাবে বন্ধ (কিলিং) করে দেয়া হয়। পাশাপাশি ১২টি অবৈধ রেগুলেটরও জব্দ করা হয়েছে।

এ সময় সকল অবৈধ বিতরণ লাইন স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিনটি এলাকায় অভিযানে ২৩৭০ সংযোগ বিচ্ছিন্ন
মহাখালীতে হাসপাতাল নির্মাণ ও সংস্কারে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না : এম. আবদুল্লাহ
বিজিবি’র অভিযানে জুলাই মাসে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
৪৮তম বিশেষ বিসিএসের ৪র্থ ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
১০