ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রীড়া পরিষদের টাকা যাচ্ছে তাদের অধীনস্থ সংস্থা রোলার স্কেটিং কমপ্লেক্সে।
গত সাত বছরে এই টাকার পরিমাণ প্রায় ৪২ কোটি। এতদিন কোন উদ্যোগ না নিলেও, আজ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে ডিপিডিসিকে পত্র দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকার সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শফিকুল ইসলামের সই করা চিঠি ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় স্টেডিয়াম, ঢাকার দক্ষিণ পার্শ্বে অবস্থিত রোলার স্কেটিং কমপ্লেক্সের ইনডোরের ছাদে গত ২০১৮ সালে ২০০ কিলোওয়াট পরিমাণ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়।
সোলার প্যানেল স্থাপনের পর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযুক্ত হয়ে থাকে। এ প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ আনুমানিক ১৮ হাজার ইউনিটের বিপরীতে বর্তমানে ডিপিডিসি কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি ইউনিট ৯ দশমিক ৯৩ টাকা হিসেবে মাসিক প্রায় ১ দশমিক ৭৫ লক্ষ টাকা বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন বরাবর ডিপিডিসি শোধ করে আসছে।
চিঠিতে আরো বলা হয়, সরকারি অর্থায়নে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের বিপরীতে ডিপিডিসি কর্তৃক পরিশোধযোগ্য অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে পরিশোধ করা বাঞ্ছনীয়।
তাই ডিপিডিসি কর্তৃক পরিশোধিত অর্থ বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর পরিবর্তে ‘জাতীয় ক্রীড়া পরিষদ’ এর নামে ক্রস চেকের মাধ্যমে অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (প্রাতিষ্ঠানিক কোড: ১৩১০১২০০০) এর ব্যাংক হিসাব নম্বর ০১১২০৩৬০০০১৯৫: রাউটিং নম্বর ২০০২৭০৭০৬, সোনালী ব্যাংক পিএলসি, জাতীয় স্টেডিয়াম শাখা, ঢাকা-তে অন লাইন ট্রান্সফার (ইএফটি)’র মাধ্যমে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।