ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ওয়ালীউল্লাহ চৌধুরী রুপমের মাতা জিন্নাতুন নাহার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিন্নাতুন নাহার চৌধুরী বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, জিন্নাতুন নাহার চৌধুরী একজন পরহেজগার ও পরোপকারী নারী হিসেবে প্রতিবেশীদের প্রিয়ভাজন ছিলেন। প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো তার মৃত্যুতে আমিও গভীরভাবে সমব্যথী। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসিব এবং গভীর শোকে কাতর পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় জিন্নাতুন নাহার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।