স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:২৩

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের সভাপতি এস. এম. জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় বুধবার কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে আগামী ১৯ আগস্ট দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে, ১৯ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন; সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া এবং দুপুর ২টায় আলোচনা সভার আয়োজন করা হবে। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আলোচনা সভা হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এছাড়া ওই দিন দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হবে।

পরদিন ২০ আগস্ট বুধবার দেশব্যাপী থানা, উপজেলা ও পৌর শাখায় র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, এসব কর্মসূচিতে থানা, উপজেলা ও পৌর শাখায় কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীকে কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা দিয়েছেন সংগঠনের সভাপতি এস. এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০