ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, তার স্ত্রী হাসিনা ইকবাল ও এস এম এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মিনহাজুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদক-এর জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, এস এম শামীম ইকবালসহ অন্যান্যদের বিরুদ্ধে এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা করা হয়েছে।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, শামীম ইকবাল, হাসিনা ইকবাল ও মিনহাজুল হক গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায়, তারা দেশ ত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যহত হওয়ার সম্ভবনা রয়েছে। তাই অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আদেশ প্রদানে মহোদয়ের সদয় মর্জি হয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।