রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হলো ইসি’র সাবেক সচিব হেলালুদ্দীনকে

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৩:৫১ আপডেট: : ১৮ আগস্ট ২০২৫, ১৪:০৩
সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ । ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ আগস্ট,  ২০২৫ (বাসস) :  অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় নির্বাচন কমিশন (ইসি)’র সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ২৩ অক্টোবর চট্টগ্রাম নগরের খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 
পরের দিন ২৪ অক্টোবর রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি’র কর্মী মকবুল হত্যা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চলতি বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপি। 

দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান বাদী হয়ে মামলাটি করেন। 

মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। 

পরবর্তীতে গত ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে ইউক্রেন শান্তি আলোচনায় ‘সব পক্ষের’ সমঝোতার আহ্বান চীনের
গত বিশ্বকাপের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে  
হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে
শ্রেষ্ঠ বিমানসেনা-এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদ বিতরণ
নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
১০