ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দ করা হয়েছে। এ ছাড়া ৩০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ২ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ১৫৬ মিটার অবৈধ জাল, ২ হাজার ৬১৭ কেজি মাছ এবং ৫ হাজার পিস রেণু পোনা জব্দ করা হয়েছে। এছাড়া নদী থেকে ২৩৪ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।
নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ সব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১০১ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের এবং পাঁচটি ড্রেজার জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযানে ২১টি মৎস্য আইন, ১৪টি বেপরোয়া গতি, সাতটি অপমৃত্যু, একটি বালুমহাল আইন, একটি মাদক আইন, দুইটি অন্যান্য আইন, একটি নদী দূষণ, একটি ডাকাতি এবং তিনটি হত্যা মামলাসহ মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের রেণু পোনা অবমুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।