নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছের পোনা জব্দ

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:১৫
আজ নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছের পোনা জব্দ। ছবি : বাসস

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) :  দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দ করা হয়েছে। এ ছাড়া ৩০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ২ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ১৫৬ মিটার অবৈধ জাল, ২ হাজার ৬১৭ কেজি মাছ এবং ৫ হাজার পিস রেণু পোনা জব্দ করা হয়েছে। এছাড়া নদী থেকে ২৩৪ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।

নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ সব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১০১ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের এবং পাঁচটি ড্রেজার জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযানে ২১টি মৎস্য আইন, ১৪টি বেপরোয়া গতি, সাতটি অপমৃত্যু, একটি বালুমহাল আইন, একটি মাদক আইন, দুইটি অন্যান্য আইন, একটি নদী দূষণ, একটি ডাকাতি এবং তিনটি হত্যা মামলাসহ মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের রেণু পোনা অবমুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
প্রধান বিচারপতির আমন্ত্রণে সুপ্রিম কোর্টে ৩০ জন ‘স্বপ্নসারথি’ কিশোরী
অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই শুরুর আহ্বান সিইসির
বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে পেট্রোবাংলায় দুদকের অভিযান
১০