রাজনীতি ত্যাগের জন্য, পকেট ভরার জন্য নয়: এ্যানি

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:৩১
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি কখনোই পকেট ভারী করার জন্য নয়, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। 

তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের জন্য, সম্মানের জন্য। যারা ব্যক্তিস্বার্থে পকেট ভারী করার জন্য রাজনীতি করতে চান, তাদের বিএনপিতে জায়গা নেই। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।’ 

আজ রোববার দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দেশে ফিরবেন। কিছু মামলা জটিলতা থাকলেও বড় কোনো বাধা হবে না উল্লেখ করে, এ্যানি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে তারেক রহমান দেশে এসে নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন। দেশে ফেরার আগে তিনি দুর্নীতি দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, গুম-খুন ও নির্যাতন বেড়েছে। হাসিনা যে কাজগুলো করছেন, বিএনপি কোনোদিনই তা করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এটা আমাদের অঙ্গীকার ও প্রত্যয়। আগামী নির্বাচনের পর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি দেশ পরিচালনার পরিকল্পনা করছে।’ 

ফ্যাসিস্ট হাসিনার শাসনব্যবস্থা ভুলে গেলে চলবে না, উল্লেখ করে তিনি বলেন, আগের কোনো ব্যর্থ রাজনীতি চলবে না, নতুন ধারা গড়ে তোলা হবে।

সম্মেলনে বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, উপজেলা বিএনপি সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০