চারশ কোটি টাকার কারেন্ট ও দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:৩০
সোমবার ঢাকার দোহারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: বাসস

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫, (বাসস) : ঢাকার দোহারে গতকাল অভিযান চালিয়ে প্রায় ৪ শত কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার সমন্বয়ে ঢাকার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ছয়টি স্টোরহাউস তল্লাশি করে প্রায় ৪১৩ কোটি ৭ লাখ ৩৭ হাজার পাঁচশত টাকা মূল্যের ১০ হাজার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। 

এছাড়াও অভিযানকালে ১১ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা অঞ্চলের শুনানিতে আসন বৃদ্ধির দাবি
শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
১০