আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন আনিসুল, রাজ্জাক ও কামরুলসহ ১২ জন

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুল রাজ্জাক ও  কামরুল ইসলামসহ ১২ জন আসামি।

হাজিরা দেওয়া অপর আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক  সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক এমপি সাদেক খান ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাজিরা দিয়েছেন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায়।

আজ কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে হাজির দেখানো হয়। এরপর ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন আদালত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে আনিসুল হক রাজধানীর নিউমার্কেট, যাত্রাবাড়ী, কাফরুল ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলায় হাজিরা দিয়েছেন। 

সালমান এফ রহমান নিউমার্কেট, বাড্ডা থানার এক মামলা ও যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় হাজিরা দিয়েছেন।

হাসানুল হক ইনু যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় হাজিরা দিয়েছেন।

কামাল আহমেদ মজুমদার হাজিরা দিয়েছেন কাফরুল থানার হত্যা মামলায়।

আমির হোসেন আমু ও কামরুল ইসলাম নিউমার্কেট ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন। 

আব্দুর রাজ্জাক নিউমার্কেট ও উত্তরা পশ্চিম থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন।

পলক কাফরুল, বাড্ডা ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন। 

দীপু মনি যাত্রাবাড়ী ও বাড্ডা থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন। 

রাশেদ খান মেনন নিউমার্কেট ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন। 

সাদেক খানকে আদাবর থানার এক মামলা ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিইএফ-এর মতবিনিময়
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু 
নিয়ম পর্যালোচনা করে বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালিত
আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত
নীলফামারীতে বিনামূল্যে ৩ লাখ ৬৬ হাজার মাছের পোনা বিতরণ
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জয়পুরহাট রেলওয়ে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
চবি’তে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, পরীক্ষা স্থগিত
খাগড়াছড়িতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
১০