বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে শুভেচ্ছা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির সর্বস্তরের নেতা-কর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকরী উদ্যোগ গ্রহণ, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তবাজার অর্থনীতি চালুকরণ, রপ্তানিমুখী বাণিজ্যের প্রসার, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সকল নৃগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বহুবিধ অর্জন রয়েছে বিএনপি’র।

নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি’র প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে।

নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় আরও স্মরণ করেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিসংবাদিত আপোষহীন নেতৃত্ব এবং বাংলাদেশের মানুষ মুক্তির জন্য তাঁর ত্যাগ ও ভূমিকাকে।

তারা বলেন, প্রায় ২ হাজার শহীদ ও ২০ হাজার আহতসহ লাখো মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হয়েছে। এখন অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন সংবিধান প্রণয়ন ও জনগণের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছানোর নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে বিএনপি। সেই সাথে আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ, স্বৈরাচার ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, যা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি। 

এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন, ঠিক সেভাবেই নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপিকে নেতৃত্ব দেবেন শহীদ জিয়ার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দল- বিএনপি’র পথচলা শুভ হোক— এবি পার্টির পক্ষ থেকে এই কামনা করেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী ঢাকা ও আইসিআরসি
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু
ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃষ্টি উপেক্ষা করে র‌্যালি
বাকৃবি শিক্ষার্থীদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস
চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ 
দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা শুরু হচ্ছে ৩০ অক্টোবর
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা
ইসি স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সহযোগিতায় পূর্ণ প্রস্তুতি চলছে : সিইসি
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেশের মানুষ তা প্রতিহত করবে : ডা. জাহিদ 
সকলের জন্য একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে: পরিকল্পনা উপদেষ্টা 
১০