জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৪:১২ আপডেট: : ৩১ আগস্ট ২০২৫, ১৪:৪৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : বাসস

ঢাকা, ৩১ আগস্ট,  ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,কার্যক্রম নিষিদ্ধ বা কার্যক্রমের বাইরে থাকা একটি দল এবং তাদের কিছু কর্মী বাইরে রয়েছে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এটি প্রতিহত করতে হবে রাজনৈতিক দল সর্বোপরি আমাদের সবাইকে নিয়ে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, জাতির বৃহত্তর  স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। তিনি বলেন,  সকলের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করতে পারবে বলে আমরা আশা করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার  দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক বছরে ১ হাজার ৬০৪ টি অবরোধ হয়েছে এবং এটি  ১২৩ টি সংগঠন করেছে।

তিনি বলেন, সরকারের কাছে দাবি দাওয়া  জানানো সবার অধিকার রয়েছে।  তবে রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে নয়। নিয়মতান্ত্রিকভাবে দাবি দাওয়া  জানানো উচিত।

উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এটি যাতে কমিয়ে আনা যায় সে ব্যাপারে চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
৪৫ হাজার টাকার জাল নোটসহ ১ ব্যক্তি আটক
মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা 
৪৫ হাজার টাকার জাল নোটসহ ১ ব্যক্তি আটক
পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 
রাজধানীর ৭ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রাম শিল্পকলায় আগামীকাল শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’ 
ফরাসি প্রধানমন্ত্রী বাইরুকে ‘বিদায় জানাতে হবে’: সমাজতন্ত্রীদের আহ্বান
১০