তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে।  

আজ বিকেল ৪টায় শহরের নওজোয়ান মাঠে ফেস্টুন  উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সারা দেশে ফুটবলের মত ভলিবলেও নওগাঁর ঐতিহ্য ছিল। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিকভাবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করছে। এখনও পাড়া মহল্লা ও গ্রামগঞ্জে অনেক মানুষ ভলিবল খেলে। ভলিবল খেলাকে সচল রাখতে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এই টুর্নামেন্টের আয়োজন। যে-সব খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ছিল সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে যা যা করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে  সবই করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্যরা। 

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০