তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে।  

আজ বিকেল ৪টায় শহরের নওজোয়ান মাঠে ফেস্টুন  উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সারা দেশে ফুটবলের মত ভলিবলেও নওগাঁর ঐতিহ্য ছিল। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিকভাবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করছে। এখনও পাড়া মহল্লা ও গ্রামগঞ্জে অনেক মানুষ ভলিবল খেলে। ভলিবল খেলাকে সচল রাখতে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এই টুর্নামেন্টের আয়োজন। যে-সব খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ছিল সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে যা যা করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে  সবই করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্যরা। 

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০