তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে।  

আজ বিকেল ৪টায় শহরের নওজোয়ান মাঠে ফেস্টুন  উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সারা দেশে ফুটবলের মত ভলিবলেও নওগাঁর ঐতিহ্য ছিল। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিকভাবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করছে। এখনও পাড়া মহল্লা ও গ্রামগঞ্জে অনেক মানুষ ভলিবল খেলে। ভলিবল খেলাকে সচল রাখতে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এই টুর্নামেন্টের আয়োজন। যে-সব খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ছিল সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে যা যা করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে  সবই করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্যরা। 

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
১০