ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) নিজস্ব ডোমেইনের নতুন ই-মেইল [email protected] ব্যবহার শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি এতদিন ব্যবহৃত পিআইডি নিউজ রুমের ই-মেইল আইডি [email protected]ও চালু থাকবে।
পিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পূর্বের ই-মেইল আইডি [email protected] এর পাশাপাশি আজ থেকে সকল প্রেস বিজ্ঞপ্তি, ছবি, চাহিদাপত্র, চিঠিপত্র এই নতুন ই-মেইলে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, এখন থেকে পিআইডির ডোমেইনের ই-মেইল আইডি ব্যবহৃত হবে।