গণমাধ্যমের স্বাধীনতায় রাজনীতিকদের প্রতিশ্রুতি হবে বড় সংস্কার : আলী রিয়াজ

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:৩৪
জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফাইল ছবি

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনীতিকরা যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে সেটি হবে বড় ধরনের সংস্কার।

আজ রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আলী রিয়াজ বলেন, দীর্ঘ ষোল বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখার দায়ভার রাজনীতিকদের নিতে হবে। তিনি যোগ করেন, বিদ্যমান মালিকানার ধারা বজায় রেখে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আপনাদের সিদ্ধান্ত নিতে হবে- আপনারা দোকানদার হবেন নাকি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাবেন।’

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, ‘যদি রাজনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিশ্রুতি দেন তবে সেটিই হবে বড় সংস্কার। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য কমিশনের কাগজে সই করলে যে সংস্কার হবে, তারচেয়ে বড় সংস্কার হবে এই প্রতিশ্রুতি।’

গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে জাতীয় ঐক্য কমিশনের এই সহ-সভাপতি বলেন, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও পেশাদারিত্বের দিকগুলোও সংস্কারের ক্ষেত্রে বিবেচনায় আনা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোকে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা বিষয়ে সোচ্চার হতে হবে; সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
সঠিক সময়েই নির্বাচন হবে : মির্জা ফখরুল
১০