হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সিয়াম

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‎নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্যসেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ছাত্রদলের এক নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করে আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৮ ডিসেম্বর সিয়ামকে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে স্যার এ এফ রহমান হলসংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রলীগের হামলার শিকার হন। হামলার আগের দিন ২৬ সেপ্টেম্বর ছাত্রদলকে ক্যাম্পাসে ‘প্রতিহত’ করার ঘোষণা গণমাধ্যমে দিয়েছিল ছাত্রলীগ। ওই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর  ছাত্রলীগের ৬৬ জনকে আসামি করে মামলা করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’কে ফুলেল শুভেচ্ছা জানালো এনসিপি
আঞ্চলিক শীর্ষ সম্মেলনে পশ্চিমা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন শি ও পুতিন
ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের জয় হবেই : গয়েশ্বর
ডিএমপি’র এডিসি শেখ রাজীবুল হাসান সাময়িক বরখাস্ত
অক্টোবরে বিসিবি নির্বাচন
১০