শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি : জয়নুল আবদিন ফারুক

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০১৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি। 

তিনি বলেন, দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সাথে আঁতাত করে এই ইউনূস সরকারের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, তাহলে জনগণ প্রতিহত করবে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। 

ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য নানা পদ্ধতি, নানা কায়দা, পিআর, মব সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে।  

জয়নুল আবদিন ফারুক বলেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ১৬ বছর ধরে অনেক চেষ্টা করা হয়েছে। মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছতে পারেনি। পাথর মেরে ছবি ভেঙে ফেলা যায়, কিন্তু হৃদয় থেকে নাম মুছে ফেলা যায় না।  

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, ‘এদেশের জনগণ জানে- শহীদ জিয়ার দল ক্ষমতায় গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। তারেক রহমানের আত্মত্যাগ অপরিসীম। অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, তাহলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।’  

আলোচনা সভায় তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের সভাপতি শেখ শামীম হাসান অনিক, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন
শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোস করা যাবে না : ধর্ম সচিব 
স্থূলতা ও ডায়াবেটিসের ওষুধের সাশ্রয়ী জেনেরিক সংস্করণের আহ্বান ডব্লিউএইচও’র
১০