আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঘরোয়া ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’-এ দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে আসন্ন আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স। 

আয়ারল্যান্ড সফরের জন্য গত মাসে দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৫ সদস্যের দলে নতুন যুক্ত হলেন কক্স। 

গত ৩১ আগস্ট শেষ হওয়া দ্য হান্ড্রেড-এ ওভাল ইনভিন্সিবলসের হয়ে ৬১ দশমিক ১৬ গড় এবং ১৭৩ দশমিক ৯৩ স্ট্রাইক রেটে ৩৬৭ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কক্স। লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ট্রেন্ট রকেটসকে ২৬ রানে শিরোপা জিতে কক্সের ওভাল ইনভিন্সিবলস। 

গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় কক্সের। ইংল্যান্ডের হয়ে ৩টি ওয়ানডেতে ২২ রান এবং ২টি টি-টোয়েন্টিতে ১৭ রান করেছেন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কক্স।

আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে হ্যারি ব্রুক, জো রুট, বেন ডাকেট, জোফরা আর্চার, ও জেমি স্মিথদের মত তারকাদের। মূল দলের খেলোয়াড়রা না থাকায় আয়ারল্যান্ডে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ইংল্যান্ড। দলকে নেতৃত্ব দেবেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়কের রেকর্ড গড়ছেন বেথেল। 

আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বরে ডাবলিনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে। 

আয়ারল্যান্ড সফরে  ইংল্যান্ড টি-টেয়েন্টি দল : জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫,৫৫৮ টি মামলা নিষ্পত্তি করেছে
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বছরজুড়ে চর্চার আহ্বান জামায়াতের
নুরুল হক মোল্লার কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা
এমপক্স নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করল ডব্লিউএইচও
সাবেক সাংসদসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
ঘাটাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সমাবেশ অনুষ্ঠিত
শিল্পকলায় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আগামী ৭ সেপ্টেম্বর
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
১০