পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে শুরু হয়েছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা। 

আজ (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মাওলানা শাহ মোঃ নেছারুল হক ও ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। 

স্বাগত বক্তব্য দেন দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। 

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। 

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সেমিনার, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, হামদ-না’ত মাহফিল, মাসব্যাপী ইসলামী বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ। 

এছাড়া ঢাকা মহানগরীর স্কুল, কলেজ, কওমী ও আলীয়া মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্বিরাত, উপস্থিত বক্তৃতা, আরবী খুতবা লিখন বিষয়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

অন্যদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৪টি ইসলামিক মিশন ও ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫,৫৫৮ টি মামলা নিষ্পত্তি করেছে
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বছরজুড়ে চর্চার আহ্বান জামায়াতের
নুরুল হক মোল্লার কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা
এমপক্স নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করল ডব্লিউএইচও
সাবেক সাংসদসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
ঘাটাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সমাবেশ অনুষ্ঠিত
শিল্পকলায় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আগামী ৭ সেপ্টেম্বর
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
১০