ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংসদসহ এর সহযোগী সংগঠনের আরও আট নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
ডিবি জানিয়েছে গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতা সৃষ্টির পরিকল্পনাকারী ও অর্থায়নকারী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।