ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এমপক্স বিস্তারে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কংগো প্রজাতন্ত্র ও অন্যান্য প্রভাবিত দেশগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাওয়ার পর এ ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানোম গেব্রেইসাস।
জেনেভা থেকে এএফপি জানায়, ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেন, জরুরি অবস্থা প্রত্যাহার মানে বিপদ শেষ হয়ে গেছে এমন নয় এবং আমাদের সাড়াদানও বন্ধ হবে না।
২০২৪ সালের আগস্টে ঘোষিত জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ জরুরি অবস্থার সিদ্ধান্ত প্রত্যাহারের পর এই মন্তব্য করেন গেব্রেয়াসুস।