ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা সফরের শেষ দিনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়ান বৃহস্পতিবার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক নৈশভোজ বৈঠকে অংশ নেন।
বৈঠকে সিভিল সোসাইটির প্রতিনিধি, দাতা সংস্থার প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি ‘জনশক্তি ও কর্তৃত্ববাদের পতন : গণতান্ত্রিক রূপান্তর ও জবাবদিহিমূলক শাসনের সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি নাগরিকদের ভূমিকার ওপর আলোকপাত করেন-যারা কর্তৃত্ববাদী চর্চার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় অবদান রাখেন।
বক্তৃতার পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অতিথিবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আদিবাসী অধিকার, দুর্নীতি, জনশক্তি এবং কর্তৃত্ববাদ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।