ফরিদপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চন্দ্রপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গতকাল শনিবার এ উঠান বৈঠক হয়। একই সঙ্গে ৩১ দফা নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও মো. মোখলেছুর রহমান খাঁন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বতরুত জামান (বদু) ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।
স্থানীয় বিএনপি নেতা মো. কবির খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সিকদারের সঞ্চালনায় বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি সাধারণ মানুষও এতে যোগ দেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।