শরীয়তপুরে হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২

 

শরীয়তপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলার  জাজিরায় আলোচিত  খবির সরদার ও আলমাছ সরদার হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গতকাল শনিবার রাতে র‌্যাব-৮ গাজীপুর ও শরীয়তপুরে পৃথক অভিযান  চালিয়ে তাদেরকে আটক করেন।

র‌্যাব ৮ এর অধিনায়ক মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, র‌্যাব-১ ও র‌্যাব-১২ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এ সময় খবির সরদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী দেলোয়ার হোসেন গগন (৬০) ও কামাল সরদার (৩৯) কে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ভোলারটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে আলমাছ সরদার হত্যা মামলার প্রধান আসামী মো. দানেশ সরদার (৫৯) কে শরীয়তপুরের সখিপুর থানার আলুরবাজার ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের জাজিরা থানায় সোপর্দ করা হয়েছে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান  আসামিদের জিজ্ঞাসাবাদ করার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট রাত ৯টার দিকে জাজিরার উমরদ্দি মাদবর কান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে খবির সরদারকে দেশীয় অস্ত্র দিয়ে বুকের ডান পাশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অন্যদিকে ২৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উমর উদ্দিন মাদবর কান্দি এলাকায় আলমাছ সরদারকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর পর পুকুরে চুবিয়ে হত্যা করা হয়। পরে লাশ বস্তায় ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়। জাজিরা থানা পুলিশ ২৮ আগস্ট রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন লিপি বেগম বাদী হয়ে ২৫ জনকে নাম উল্লেখসহ আরও ১০-১৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক শিক্ষা উপদেষ্টার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ৭ ডিসেম্বর
টাঙ্গাইলে বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার
বদরুদ্দীন উমরের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক
রাজবাড়ীর নুরাল পাগলা মাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫
ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
ইরফান আলী গায়ানার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত
রাজবাড়িতে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে : আনোয়ারুল ইসলাম
১০