কারখানা মালিকের শিশু অপহরণ মামলায় কর্মচারীর যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় আবুল খায়েরের প্লাস্টিক কারখানার মালিকের আড়াই বছরের শিশুপুত্র অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় ওই কারখানার কর্মচারী সাদ্দাম হোসেন ওরফে মুকুল ওরফে মকবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত সাদ্দামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনালের পেশকার রাশেদুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাদ্দাম কামরাঙ্গীরচর এলাকার আবুল খায়েরের প্লাস্টিক কারখানায় পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতেন। ২০০৯ সালের ১৫ আগস্ট তিনি ওই কারখানার মালিক আবুল খায়েরের আড়াই বছরের শিশুপুত্র আরিফকে অপহরণ করে টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ে যান। এ ঘটনায় আবুল খায়ের কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওইদিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্দাম মোবাইলে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন ১৬ আগস্ট আবুল খায়ের থানায় মামলা দায়ের করেন। মামলার পর কামরাঙ্গীরচর থানা পুলিশ মির্জাপুরের গোড়াইল সৈয়দপুর এলাকা থেকে শিশু আরিফকে উদ্ধার করে এবং সাদ্দামকে গ্রেফতার করে।

২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই মাসুম খান আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালতে ৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাস্থ্য কৌশল আরও জোরদার করার আহ্বান এডিবি’র
১০