ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
শুক্রবার বরিশাল জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠভাবে অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন সম্ভব।

আজ বরিশাল জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক একথা বলেন। সংসদীয় আসন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এর উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডাকসু নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘জগন্নাথ হলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে সাদিকের দশ ভোট প্রমাণ করে আওয়ামী লীগের সমর্থনে শিবির জয়ী হয়নি বরং উল্টো ছাত্রদল ও বাম সমর্থিত প্যানেলের প্রার্থীরাই ভোট বেশি পেয়েছে। এজন্য এই নির্বাচনকে কোনো ফ্রেমে ফেলা যাবে না যে ডাকসু নির্বাচনে ইসলামপন্থি বা মৌলবাদীদের জয় হয়েছে।’

তিনি বলেন, এই নির্বাচনে বিভিন্ন প্যানেল ও প্রার্থীকে পছন্দ না করায়, অনেকগুলো না ভোট শিবির সমর্থিত প্যানেলে জমা হয়েছে। এজন্য প্রার্থী বাছাইয়ে শিক্ষার্থীরা কোনো মতাদর্শ দেখেনি বরং দেখেছে কাকে ভোট দিলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে না, ট্যাগিং রাজনীতি হবে না। এজন্য ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন্য শিক্ষণীয়। অতীতের তুলনায় এবারের ডাকসু নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন।

ব্যারিস্টার ফুয়াদ বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ থানার মীরগঞ্জ সেতু নির্মাণ ও শতাধিক সড়ক ও স্কুল সংস্কারে চলমান কাজে এবি পার্টির অবদান সম্পর্কে সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

বরিশাল জেলা ও মহানগর সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম-আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব তানভির আহমেদ, যুগ্ম সদস্য সচিব রায়হানউদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সদস্য নাজমুল খান, শোভনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
১০