সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১
সিলেট সীমান্ত এলাকায় অভিযানে সোয়া তিন কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করে বিজিবি। ছবি: বাসস

সিলেট, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট সীমান্ত এলাকায় অভিযানে সোয়া তিন কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১১ এবং ১২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর  ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তামাবিল, পান্থুমাই, সংগ্রাম, বাংলাবাজার এবং মিনাটিলা বিওপির সদস্যরা জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি, ট্রাক, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালু ভর্তি ডাম্পার আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৩ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৬৬৫ টাকা।

এই ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
১০