রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭
ছবি: বাসস

রাজশাহী, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে মোট ৯টি প্যানেল। আগামী ২৫ সেপ্টেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ হবে।

প্যানেলগুলোর মধ্যে ছয়টি রাজনৈতিক দল সমর্থিত, একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সাবেক সমন্বয়কের নেতৃত্বাধীন এবং বাকি দুটি স্বতন্ত্র।

নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সম্মিলিত শিক্ষার্থী জোটও ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে।

রাবি সূত্র জানায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৯টি প্যানেল হল- ছাত্রদল, সম্মিলিত শিক্ষার্থী জোট, সর্বজনীন শিক্ষার্থী সংসদ, আধিপত্যবিরোধী ঐক্য, গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ, সচেতন শিক্ষার্থী সংসদ, অপ্রতিরোধ্য-২৪ ও স্বতন্ত্র শিক্ষার্থী জোট।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল জীবন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা নির্বাচনে লড়বেন।

সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেলে রয়েছেন মোস্তাকুর রহমান জাহিদী (ভিপি), ফজলে রাব্বি মুহাম্মদ ফাহিম রেজা (জিএস) ও এস এম সালমান রাব্বি (এজিএস)।

সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে প্রার্থী হয়েছেন তাসিন খান (ভিপি), রাজন আল আহমেদ (জিএস) ও মাহাইর ইসলাম (এজিএস)।

অন্যদিকে, আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে লড়ছেন মেহেদী সজীব (ভিপি), সালাউদ্দিন আম্মার (জিএস) ও আকিল বিন তালেব (এজিএস)।

গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের প্রার্থীরা হলেন ফুয়াদ রাতুল (ভিপি), কাউছার আহম্মেদ (জিএস) এবং নাসিম সরকার (এজিএস)।

রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ প্যানেলে রয়েছেন মেহেদী মারুফ (ভিপি), আফরিন জাহান (জিএস) ও আল শাহরিয়ার শুভ (এজিএস)।

সচেতন শিক্ষার্থী সংসদ থেকে মনোনয়ন পেয়েছেন মাহবুব আলম (ভিপি), শরিফুল ইসলাম (জিএস) ও পারভেজ আকন্দ (এজিএস)।

অপ্রতিরোধ্য-২৪ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ কিবরিয়া (ভিপি), পরমা পারমিতা (জিএস) ও সানজিদা পারভীন (এজিএস)।

এছাড়া, স্বতন্ত্র শিক্ষার্থী জোটের প্যানেলে রয়েছেন তৌহিদুল ইসলাম (ভিপি), নুসরাত জাহান (জিএস) ও জান্নাত আরা নওশিন (এজিএস)।

দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র প্রতিনিধিত্ব ফিরছে রাকসু নির্বাচনের মধ্য দিয়ে।

সংশোধিত তফসিল অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ৪ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তা জমা নেওয়া হয়। পরে ৮ ও ৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই করা হয়।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় গত ১০ সেপ্টেম্বর। পরদিন ১১ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। আজ (শনিবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং চূড়ান্ত প্রার্থী তালিকা আগামীকাল (রবিবার) প্রকাশ করা হবে।

আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাবি’র একাডেমিক ভবনগুলোতে ভোটগ্রহণ চলবে।

বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। এটিকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা
খাগড়াছড়িতে এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত
শান্ত অবস্থায় ফিরছে নেপাল
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
১০