ফরিদা পারভীনের প্রতি সংস্কৃতি সচিবের শ্রদ্ধা নিবেদন

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮ আপডেট: : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬
ছবি : পিআইডি

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রখ্যাত লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান।

আজ রোববার সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানেই শেষ শ্রদ্ধা জানান সচিব মফিদুর রহমান।

এ সময় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তার কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তার শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। শিল্পীর স্মৃতি রক্ষার্থে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে।

শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীকে হারিয়ে ঢাকা মেট্রোর শুভ সূচনা
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ
নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি 
সিলেটে মাঝারি ভূমিকম্প অনুভূত
গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় পারফর্মিং আর্ট ও কবিতা পাঠ
জাকসু ও হল সংসদে নব-নির্বাচিতদের জাবি উপাচার্যের অভিনন্দন
আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা শুরু
১০ জন নিয়ে সোসিয়াদকে হারাল রিয়াল
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৫৯৮
জুনিয়র বৃত্তি পরীক্ষা বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামোসহ নম্বর বণ্টন প্রকাশ
১০