এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীকে হারিয়ে ঢাকা মেট্রোর শুভ সূচনা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আজ থেকে শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে শুভ সূচনা করেছে ঢাকা মেট্রো। 

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেট্রো ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগকে। 

বৃষ্টির কারণে মেট্রো-রাজশাহীর ম্যাচটি পাঁচ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেটে ৬০ রান করে রাজশাহী। 

দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ২ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই আউট হন। তিন নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি সাব্বির হোসেন।

চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটিতে রাজশাহীকে লড়াকু পুঁজি এনে দেন সাব্বির রহমান ও এসএম মেহেরব। ১টি চার ও ৩টি ছক্কায় ১৫ বলে অনবদ্য ৩৩ রান করেন সাব্বির। ২টি চারে ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মেহেরব। মেট্রোর আরিফ আহমেদ ২টি উইকেট নেন। 

জবাবে ওপেনার মাহফিজুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে ৩ বল বাকী থাকতে ৬১ রানের টার্গেট স্পর্শ করে মেট্রো। ৪ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১২ বলে অপরাজিত ৩০ রান করেন মাহফিজুল।

বগুড়া স্টেডিয়ামে রংপুর বিভাগ-সিলেট বিভাগের মধ্যকার দিনের অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
ইজি বাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে : গবেষণা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলার
কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে প্রথম রিলিজ স্লিপের ফল প্রকাশ
গণতন্ত্র ও লিঙ্গসমতার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের
সংশোধনী আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনে, মতামত চেয়েছে মন্ত্রণালয়
রাজশাহীর রেশম ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার
চট্টগ্রাম নগরীতে অনুমতি ছাড়া রাস্তা কাটলে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র 
রুবিওর সফর ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘শক্তি’ প্রমাণ করছে : নেতানিয়াহু
বাংলাদেশে জাতিসংঘের ‘যুব ফটো কনটেস্ট’ ঘোষণা
১০