ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্প্যানিশ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ।
গত রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচে রিয়াল ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়াদাদকে। ম্যাচের ৩২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ডিন হুইসেন।
সোসিয়াদের মাঠে ম্যাচের ১২ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। সোসিয়েদাদের রক্ষণভাগের ভুলে বল পেয়ে জোরালো শটে এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
৩২ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের ওইয়ারসাবালকে পেছনে থেকে টান দিয়ে ফেলে দিলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হুইসেন। দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ।
১০ জনে পরিণত হলেও দ্রুত দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ৪৪ মিনিটে এমবাপ্পের পাস থেকে বল জালে জড়ান আর্দা গুলার। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু লড়াইয়ে ফিরতে গোলের জন্য মরিয়া ছিল সোসিয়াদাদ। অবশেষে ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা।
রিয়ালের বক্সের মধ্যে দানি কারভাহালের হ্যান্ডবল হলে পেনাল্টি পায় সোসিয়াদাদ। পেনাল্টি থেকে মিকেল ওইরাসাবাল গোল করে ম্যাচে ব্যবধান কামান।
ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচ শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে আছে সোসিয়াদাদ।
দিনের অন্যান্য ম্যাচে গেটাফে ২-০ গোলে রিয়াল ওভিয়েদোকে, আলভেস ১-০ গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়েছে। সেভিয়া ও এলচের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।