১০ জন নিয়ে সোসিয়াদকে হারাল রিয়াল

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্প্যানিশ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। 

গত রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচে রিয়াল ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়াদাদকে। ম্যাচের ৩২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ডিন হুইসেন। 

সোসিয়াদের মাঠে ম্যাচের ১২ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। সোসিয়েদাদের রক্ষণভাগের ভুলে বল পেয়ে জোরালো শটে এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে  ১-০ ব্যবধানে  এগিয়ে দেন।

৩২ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের ওইয়ারসাবালকে পেছনে থেকে টান দিয়ে ফেলে দিলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হুইসেন। দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ।

১০ জনে পরিণত হলেও দ্রুত দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ৪৪ মিনিটে এমবাপ্পের পাস থেকে বল জালে জড়ান আর্দা গুলার। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় রিয়াল। 

বিরতির পর নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু লড়াইয়ে ফিরতে গোলের জন্য মরিয়া ছিল সোসিয়াদাদ। অবশেষে ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। 

রিয়ালের বক্সের মধ্যে দানি কারভাহালের হ্যান্ডবল হলে পেনাল্টি পায় সোসিয়াদাদ। পেনাল্টি থেকে মিকেল ওইরাসাবাল গোল করে ম্যাচে ব্যবধান কামান। 

ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচ শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে আছে সোসিয়াদাদ। 

দিনের অন্যান্য ম্যাচে গেটাফে ২-০ গোলে রিয়াল ওভিয়েদোকে, আলভেস ১-০ গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়েছে। সেভিয়া ও এলচের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলার
কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে প্রথম রিলিজ স্লিপের ফল প্রকাশ
গণতন্ত্র ও লিঙ্গসমতার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের
সংশোধনী আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনে, মতামত চেয়েছে মন্ত্রণালয়
রাজশাহীর রেশম ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার
চট্টগ্রাম নগরীতে অনুমতি ছাড়া রাস্তা কাটলে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র 
রুবিওর সফর ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘শক্তি’ প্রমাণ করছে : নেতানিয়াহু
বাংলাদেশে জাতিসংঘের ‘যুব ফটো কনটেস্ট’ ঘোষণা
রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ব্যালট নম্বর পেল প্রার্থীরা
কাতারে জরুরি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দিলেন তৌহিদ
১০