রাজধানীতে ডিবি পরিচয়ে ৩ ডাকাত গ্রেফতার, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭
ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধারসহ দুর্ধর্ষ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। ছবি : ডিএমপি

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় একটি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল এবং ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মিরপুর, বাবুবাজার ও চাঁদপুর জেলার হাইমচর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪), মো. টিটু মিয়া (৩২) ও মো. মিঠু মিয়া (৪৮)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে আসা রাজধানীর নয়াবাজার এলাকার ব্যবসায়ীদের ও পণ্যবাহী ট্রাকগুলোকে অনুসরণ করে। পরবর্তীতে রাজধানীর সুবিধাজনক স্থানে পথরোধ করে আইনশৃঙ্খলা বাহিনী বা ডিবির পরিচয় দিয়ে ট্রাকের সর্বস্ব লুট করে নেয় তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থানা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৫  জনৈক নুর আলম যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এ আর প্রিন্টারস হতে ঢাকা কোতয়ালী থানাধীন নয়াবাজার আর্ট পেপার পরিবহনের জন্য একটি ট্রাক ভাড়া করে এবং ৩০ আগস্ট রাত আনুমানিক একটা ৫০ মিনিটে আর্ট পেপার পরিবহনের সময় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল পশ্চিমপাড়া পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকটি থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালান দেখতে চায়। চালানে সমস্যা আছে বলে অভিযোগ করে তারা ড্রাইভার রাহাত ও মোশারফের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতরা ড্রাইভার রাহাতকে ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটি ডেমরার দিকে চালাতে বাধ্য করে। মৃধাবাড়ী ইউ-টার্নের কাছে পৌঁছে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার জাহান 
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাংচুরের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা
বিইউপিতে 'ন্যাশনাল ল’ ফেস্ট সমাপ্ত
ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া উদ্বোধন
শ্রমিকদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ‘নোটিশ অব অ্যাওয়ার্ড’ প্রদান শুরু করেছে বেপজা
সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষর  
পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু
বগুড়ার দুই ম্যাচ রাজশাহীতে স্থানান্তরিত
এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীকে হারিয়ে ঢাকা মেট্রোর শুভ সূচনা
১০