ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৫ এবং ১৬ সেপ্টেম্বরের নির্ধারিত ম্যাচ দু’টি বগুড়া থেকে রাজশাহীতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেকনিক্যাল কমিটি এবং টুর্নামেন্ট কমিটি।
বগুড়ায় ভারী বৃষ্টিপাত এবং দুর্বল আউটফিল্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টের সাথে জড়িত সকল স্টেকহোল্ডার এবং দলগুলোর সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় সংস্করণ আজ রাজশাহী এবং বগুড়ায় শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত কারণে রাজশাহীতে ঢাকা মেট্রো-রাজশাহীর মধ্যকার ম্যাচটি নির্ধারিত ৫ ওভারে অনুষ্ঠিত হয়।
বগুড়া স্টেডিয়ামে রংপুর বিভাগ-সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়।