ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং দেশি-বিদেশি অংশীজনদের এক মঞ্চে আনার লক্ষ্য নিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বাদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)-২০২৫।
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনের অংশ হিসেবেই এ আয়োজন করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর দুইটি হলে আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি ১৮০টি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে সরকারি পর্যটন সংস্থা, বেসরকারি কোম্পানি, বিদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশনও রয়েছে।
আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এটিএফ চেয়ারম্যান মাহবুবুল হেলাল। এতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
পর্যটন মেলার উদ্দেশ্য তুলে ধরে হেলাল বলেন, মেলাটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, এতে হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইনস থেকে শুরু করে ব্যাংক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং সেবা প্রদানকারীসহ পর্যটন শিল্পের সব খাতের প্রতিনিধিত্ব থাকবে। এ মেলায় বাংলাদেশকে একটি উদীয়মান বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপন করা হবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, পণ্যের প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
এ ছাড়া মেলার পাশাপাশি ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’ আয়োজন করা হবে। সেখানে পর্যটন খাতে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আরও বেশি আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ করতে পারে।
তারা আরও জানান, সরকার বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বে পর্যটন-বান্ধব নীতি প্রণয়ন ও আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে। যাতে এ খাত আরও শক্তিশালী হয়।
বিপিসি চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, এটিএফ এখন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পর্যটনের শীর্ষ মৌসুমের আগে এবারের এ আয়োজন দেশের বৈশ্বিক পর্যটক উপস্থিতি আরও বৃদ্ধি করবে।