শপথ নিলেন জাকসু’র নবনির্বাচিত নেতারা

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১
ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতারা আজ শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু’র সভাপতি অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার, বিশ্ববিদ্যালয়ের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও  বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চারুকলার বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তিনি জাকসু নির্বাচনে দায়িত্ব পালন করার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ২৫টি পদের ২০টিতে জয়লাভ করে। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হন মাজহারুল ইসলাম।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ এর প্রার্থী আবদুর রশিদ (জিতু) জাকসু’র ভিপি পদে জয়ী হন। সাংস্কৃতিক সম্পাদক পদে মুহিবুল্লাহ শেখ জিসান ও ক্রীড়া সম্পাদক পদে মো. মাহামুদুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

এছাড়া সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে বাগছাস-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আহসান লাবিব এবং কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন : দ্রুত চালুর দাবি
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান
তালেবান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর শুরু
বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬ টি বাসের ব্যবস্থা
বহুমুখী পরিবহন পরিকল্পনা গ্রহণ করছে সরকার
সুনামগঞ্জে স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা 
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
১০