ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাংবাদিক মাসুদ কামালকে গ্রেফতারের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, মাসুদ কামাল তার ফেসবুক অ্যাকাউন্টে বৃহস্পতিবার দুপুরে দেওয়া একটি স্ট্যাটাসে দাবিটিকে গুজব হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া তাকে গ্রেফতারের দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, তা রাজশাহী থেকে ধারণকৃত পুরোনো একটি ভিডিও। একই ভিডিও পূর্বে আইনজীবী জেড আই খান পান্নাকে পুলিশ গ্রেফতার করার দাবিতেও ফেসবুকে প্রচার করা হয়েছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয়ে নজর এলে ফ্যাক্টওয়াচ ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরার পাশাপাশি গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।