বিমান পরিবহন ও পর্যটন খাতে পরিষেবা উন্নয়নে গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারদের সাথে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বেসামরিক বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারদের সাথে আজ মন্ত্রণালয়ের  সম্মেলনকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে যাত্রী পরিষেবার মান উন্নয়ন এবং দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নের জন্য বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে পর্যটন সচিব যাত্রী ও পর্যটকদের আরো ভালো সেবা দিতে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা এবং পরিষেবার মান উন্নত করার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযথভাবে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য কমিশনারদের নির্দেশ দেন। সভায় পর্যটন খাতের উন্নয়নে কমিশনাররা বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন।

এর মধ্যে রয়েছে পর্যটন অবকাঠামোর জন্য জমি অধিগ্রহণ, সম্ভাব্য পর্যটন কেন্দ্র চিহ্নিতকরণ এবং সে ব্যাপারে প্রচার, দখলকৃত জমি মুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, অবকাঠামো উন্নয়ন করা এবং পর্যটন স্থানগুলোতে তামাকমুক্ত নির্দেশিকা বাস্তবায়ন করা।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. শফিকুর রহমান, আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০