বিমান পরিবহন ও পর্যটন খাতে পরিষেবা উন্নয়নে গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারদের সাথে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বেসামরিক বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারদের সাথে আজ মন্ত্রণালয়ের  সম্মেলনকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে যাত্রী পরিষেবার মান উন্নয়ন এবং দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নের জন্য বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে পর্যটন সচিব যাত্রী ও পর্যটকদের আরো ভালো সেবা দিতে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা এবং পরিষেবার মান উন্নত করার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযথভাবে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য কমিশনারদের নির্দেশ দেন। সভায় পর্যটন খাতের উন্নয়নে কমিশনাররা বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন।

এর মধ্যে রয়েছে পর্যটন অবকাঠামোর জন্য জমি অধিগ্রহণ, সম্ভাব্য পর্যটন কেন্দ্র চিহ্নিতকরণ এবং সে ব্যাপারে প্রচার, দখলকৃত জমি মুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, অবকাঠামো উন্নয়ন করা এবং পর্যটন স্থানগুলোতে তামাকমুক্ত নির্দেশিকা বাস্তবায়ন করা।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. শফিকুর রহমান, আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০