বিমান পরিবহন ও পর্যটন খাতে পরিষেবা উন্নয়নে গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারদের সাথে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বেসামরিক বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারদের সাথে আজ মন্ত্রণালয়ের  সম্মেলনকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে যাত্রী পরিষেবার মান উন্নয়ন এবং দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নের জন্য বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে পর্যটন সচিব যাত্রী ও পর্যটকদের আরো ভালো সেবা দিতে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা এবং পরিষেবার মান উন্নত করার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযথভাবে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য কমিশনারদের নির্দেশ দেন। সভায় পর্যটন খাতের উন্নয়নে কমিশনাররা বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন।

এর মধ্যে রয়েছে পর্যটন অবকাঠামোর জন্য জমি অধিগ্রহণ, সম্ভাব্য পর্যটন কেন্দ্র চিহ্নিতকরণ এবং সে ব্যাপারে প্রচার, দখলকৃত জমি মুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, অবকাঠামো উন্নয়ন করা এবং পর্যটন স্থানগুলোতে তামাকমুক্ত নির্দেশিকা বাস্তবায়ন করা।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. শফিকুর রহমান, আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষক নিপীড়নের ঘটনা রাকসু নির্বাচন বন্ধের নামান্তর: শিবির
ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত
বেপজা’র নতুন প্রধান মেজর জেনারেল মোয়াজ্জেম
কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় আটকে পড়া ৭ শ্রমিকের লাশ উদ্ধার
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে: ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল
ঢাকা-বেইজিংয়ের বন্ধুত্ব শক্তিশালী করতে তরুণদের আহ্বান জানালেন চীনা রাষ্ট্রদূত
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
এটিইও নিয়োগ : এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪ জন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া 
১০