আগামীকাল থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৪
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি : বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২৪ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৪ অক্টোবর শনিবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চাঁদ দেখা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে আজ ২৯ রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে। 

আগামী ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১১ রবিউস সানি ১৪৪৭ হিজরি, ১৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ অক্টোবর ২০২৫, শনিবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতারের উপর হামলার প্রতিবাদ
ফায়ার সার্ভিসের ৪৯ জন কর্মী গত ২৫ বছরে অপারেশনাল কাজে নিহত হয়েছেন 
কামিন্দুর হাফ-সেঞ্চুরিতে পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিল শ্রীলংকা
বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল 
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভিসা প্রসেসিং হেল্প সেন্টার চালু
কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
উত্তরায় ফুলকুঁড়ি আসরের আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত
১০