ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভিসা প্রসেসিং হেল্প সেন্টার চালু

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ সেপ্টেম্বর,  ২০২৫ ( বাসস) : পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)  চালু হয়েছে ভিসা প্রসেসিং হেল্প সেন্টার।

আজ মঙ্গলবার দুপুরে ডিআরইউতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিসা আবেদনের হেল্প সেন্টারটি ডিআরইউ ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে।

ডিআরইউ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন থেকে পেশাগত কাজে বিদেশে যাওয়ার আবেদন সংক্রান্ত সব কাজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবস্থিত ভিসা হেল্প সেন্টার থেকে করা যাবে। সংগঠনের সদস্যরা এখানে স্বল্প খরচে ভিসা আবেদন সংক্রান্ত কাজ করতে পারবেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

ডিআরইউ'র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান ও আমিনুল হক ভূঁইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত
রাকসু নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের
বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি
জিম্বাবুয়ে টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান
এ পর্যন্ত ৩৮ লক্ষ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে : মহাপরিচালক
পিরোজপুরে আওয়ামী লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস
১০