বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৭
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে টার্গেট করে নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা এখনও বিরোধী দল। আমরা বিভিন্ন মিথ্যা নেরেটিভ এবং ভুল তথ্যের শিকার। ৫ আগস্টের পর, বিএনপিকে লক্ষ্য করে নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে।’

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ১/১১ সময়ের ‘মাইনাস-টু’ পরিকল্পনার ব্যর্থতা ঢাকতে এই নতুন বয়ান তৈরি করা হচ্ছে। বিএনপিকে মুছে ফেলার চেষ্টা চলছে।

নিউইয়র্কে সৃষ্ট বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটি প্রমাণ করেছে- শেখ হাসিনা দেশে ফিরলে কাউকেই রেহাই দেওয়া হবে না।’

বিএনপি বিভিন্ন ধরনের ভুয়া তথ্যের শিকার-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে গোপন দরজা দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করার চেষ্টা কারও জন্যই মঙ্গলজনক হবে না।’

এই অভিজ্ঞ বিএনপি নেতা ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত
রাকসু নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের
বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি
জিম্বাবুয়ে টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান
এ পর্যন্ত ৩৮ লক্ষ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে : মহাপরিচালক
পিরোজপুরে আওয়ামী লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস
১০