বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৭
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে টার্গেট করে নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা এখনও বিরোধী দল। আমরা বিভিন্ন মিথ্যা নেরেটিভ এবং ভুল তথ্যের শিকার। ৫ আগস্টের পর, বিএনপিকে লক্ষ্য করে নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে।’

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ১/১১ সময়ের ‘মাইনাস-টু’ পরিকল্পনার ব্যর্থতা ঢাকতে এই নতুন বয়ান তৈরি করা হচ্ছে। বিএনপিকে মুছে ফেলার চেষ্টা চলছে।

নিউইয়র্কে সৃষ্ট বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটি প্রমাণ করেছে- শেখ হাসিনা দেশে ফিরলে কাউকেই রেহাই দেওয়া হবে না।’

বিএনপি বিভিন্ন ধরনের ভুয়া তথ্যের শিকার-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে গোপন দরজা দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করার চেষ্টা কারও জন্যই মঙ্গলজনক হবে না।’

এই অভিজ্ঞ বিএনপি নেতা ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০