ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠনের সদস্য সচিব আখতার হোসেনের উপর নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা এবং তার দিকে ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ীদের শাস্তি দাবি করেন।
তিনি বলেন, ‘আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের সাধারণ আদালতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জামিন দেয়া হয়, তারপর তারা মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং জুলাই অভ্যূত্থানের শহীদ ও আহতদের পরিবারকে হুমকি দেয়।’
নাহিদ ইসলাম আরও বলেন, যে ঘটনা এক সময় দেশের মধ্যে ঘটত, এখন তা বিদেশেও ঘটছে।
ফ্যাসিবাদের মিত্র হিসেবে যারা এখনও কাজ করে তাদের অপসারণ করে আইনের আওতায় এনে এই পরিস্থিতির অবসান ঘটানো সরকারের দায়িত্ব।
তিনি দাবি জানান, ‘ফ্যাসিবাদী শাসনামলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার দায়ে গ্রেপ্তার হওয়া পাঁচজনের তালিকা প্রকাশ ও জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচার করতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, রাজনীতি বা নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যাবে না। তাদের ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং যথাযথ বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সকল রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল-আমিন উপস্থিত ছিলেন।