ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫০
ছবি : বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। 

আটককৃতরা হলেন, রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। এএপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এএপি জানায়, মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট (বিএস-১৪৬) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের ট্রলি ব্যাগ ও দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা এবং রোজিনার পরিহিত ছেলোয়ারের ভেতর থেকে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সকল অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত
রাকসু নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের
বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি
জিম্বাবুয়ে টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান
এ পর্যন্ত ৩৮ লক্ষ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে : মহাপরিচালক
পিরোজপুরে আওয়ামী লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস
১০