ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫০
ছবি : বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। 

আটককৃতরা হলেন, রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। এএপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এএপি জানায়, মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট (বিএস-১৪৬) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের ট্রলি ব্যাগ ও দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা এবং রোজিনার পরিহিত ছেলোয়ারের ভেতর থেকে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সকল অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০