ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় কামরুলের পাঁচ দিনের রিমান্ড

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২
ফাইল ছবি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছর ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভে অংশ নেন মনির। ওইদিন দুপুরে আন্দোলনকারীদের উদ্দেশে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। কামরুল ইসলাম এই মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

এর আগে গত বছর ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত
রাকসু নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের
বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি
জিম্বাবুয়ে টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান
এ পর্যন্ত ৩৮ লক্ষ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে : মহাপরিচালক
পিরোজপুরে আওয়ামী লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
নতুন আরও ৫টি কারখানাকে লিড সার্টিফিকেশন প্রদান
১০