নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ, প্রতিবাদসভা 

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯ আপডেট: : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০২
নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল। ছবি: বাসস

ভোলা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা'সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার নিন্দা জানিয়ে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদসভা হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী' দোসরদের হামলার নিন্দা জানিয়ে গতকাল মঙ্গলবার রাতে ভোলা প্রেসক্লাব থেকে এনসিপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদসভা করেন। 

এ প্রতিবাদসভায় নিউইয়র্কে এনসিপি'র নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘৃণ্য ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এসময় জেলা নেতারা তাদের বক্তব্যে বলেন, নিউইয়র্কে খুনী হাসিনার লেলিয়ে দেয়া যেসব গুন্ডাবাহিনী জুলাই যোদ্ধাদের ওপর ন্যাক্কারজনক যে হামলার ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 

সভায় বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত, যুগ্ম সমন্বয়কারী শরীফ হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক ও জেলা কমিটির সিনিয়র সদস্য মীর মোশারেফ অমিসহ দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির ভোলা জেলা শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহিন মোল্লা প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত
রাকসু নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের
বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি
জিম্বাবুয়ে টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান
এ পর্যন্ত ৩৮ লক্ষ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে : মহাপরিচালক
পিরোজপুরে আওয়ামী লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস
১০