চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে আবারো ১৯ জনকে পুশইন

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০০
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে তৃতীয় দফায় ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ।ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার ভোলাহাট উপজেলার চামুশা ও চান শিকারী সীমান্ত দিয়ে তৃতীয় দফায় আবারো ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ বুধবার ভোর পাঁচটার দিকে ভোলাহাট উপজেলার চামুশা বিওপি ও চান শিকারী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার আর্ন্তজাতিক সীমান্তপিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৯ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশইন হওয়াদের মধ্যে ৩জন শিশু, ৬ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানান। আজ ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি’র টহলদল তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ভোলাহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

একই সীমান্ত এলাকা দিয়ে গত ৩ জুন ৮ জনকে এবং ১৪ আগষ্ট ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এবিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আজ সকালে ৫৯ মহানন্দা বিজিবি ১৯ জনকে ভোলাহাট থানায় হস্তান্তর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় হাজতখানা থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেফতার
ভিসা আবেদনকারীদের কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ব্যবহারের আহ্বান জার্মান দূতাবাসের
টঙ্গীর রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন ফায়ার ফাইটারের মৃত্যু
গাজা যুদ্ধ বন্ধ করলেই ট্রাম্প নোবেল পাবেন : মাখোঁ
লক্ষ্মীপুরে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু
ফটিকছড়িতে অস্ত্রসহ যুবক আটক
দিনাজপুরে আমনের পোকা দমনে জনপ্রিয় হচ্ছে পার্চিং প্রদ্ধতি
জুলাইযোদ্ধা আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশিবিরের
গাজা নিয়ে পোস্টের জেরে চাকরিচ্যুত সাংবাদিককে ক্ষতিপূরণের নির্দেশ
বাংলাদেশে জলবায়ু-সহনশীল কৃষিতে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল অস্ট্রেলিয়া
১০