চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে আবারো ১৯ জনকে পুশইন

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০০
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে তৃতীয় দফায় ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ।ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার ভোলাহাট উপজেলার চামুশা ও চান শিকারী সীমান্ত দিয়ে তৃতীয় দফায় আবারো ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ বুধবার ভোর পাঁচটার দিকে ভোলাহাট উপজেলার চামুশা বিওপি ও চান শিকারী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার আর্ন্তজাতিক সীমান্তপিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৯ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশইন হওয়াদের মধ্যে ৩জন শিশু, ৬ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানান। আজ ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি’র টহলদল তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ভোলাহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

একই সীমান্ত এলাকা দিয়ে গত ৩ জুন ৮ জনকে এবং ১৪ আগষ্ট ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এবিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আজ সকালে ৫৯ মহানন্দা বিজিবি ১৯ জনকে ভোলাহাট থানায় হস্তান্তর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত
রাকসু নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের
বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি
জিম্বাবুয়ে টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান
এ পর্যন্ত ৩৮ লক্ষ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে : মহাপরিচালক
পিরোজপুরে আওয়ামী লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস
১০