পঞ্চগড়ে সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মরণে সভা

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১২ আপডেট: : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১
সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

পঞ্চগড়, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রয়াত সভাপতি সাংবাদিক রুহুল আমীন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় মিডিয়া হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)।

সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও আবু নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, লুৎফর রহমান, কামরুল ইসলাম কামু। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মৃতিচারণ করে বলেন, রুহুল আমীন গাজী ছিলেন একজন প্রতীথযশা সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে নেতৃত্ব দিয়ে জেল জুলুমেরও শিকার হয়েছেন। তিনি আমৃত্যু অন্যায়ের সঙ্গে আপোস করেননি। 

তার আদর্শ পেশাদার সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

প্রয়াত রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা শেখ ফরিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের অভিযানে স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ
গাজা থেকে আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস : ইসরাইল
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে মাগুরা জেলা প্রশাসন
সিরাজগঞ্জে আন্না রানী দাস হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই : বাংলাফ্যাক্ট
মিরপুরে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জামায়াত আমির
নারী ক্রিকেট দলকে নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল
৩৬ বছর পর চাকসু নির্বাচন আজ
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
১০