ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি সামুরাই চাপাতি, নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রিয়াজ (২৩), জীবন আহম্মেদ পলাশ (৪৫), শাহীন (২৫), হৃদয় (২২), পাপ্পু (২৮), হাবিব (১৯), অনিক (৩৬), হাবিব (২১), নান্নু (৫০), শুভ (২৪), ইউসুফ (৩৪), ইকবাল (৩২), রুবেল (২০), নাদিম (২১), জামাল (৩৪) ও জুয়েল সর্দার (২৮)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।